Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জয়রামকুড়া হাসপাতাল
Location
হালুয়াঘাট বাজার থেকে উত্তর পশ্চিমে অবস্থিত।
Transportation
হালুয়াঘাট উত্তর বাজার থেকে অটোরিক্সা, রিক্সা ও মটর সাইকেল দিয়ে যাওয়া যায়। অটোরিক্সা দিয়ে গেলে বড়জোর ১৫মিনি সময় লাগবে ও ভাড়া ১৫টাকা নিবে। রিক্সা দিয়ে গেলে ২০ মিনিট সময় লাগবে ও ভাড়ার পরিমান ২০টাকা থেকে ২৫টাকা টাকা। আর মটর সাইকেল দিয়ে গেলে ৪০টাকা ভাড়া নিবে।
Details

১৯৬৪ সালে অষ্ট্রেলিয়ান ব্যাপ্টিষ্ট মিশনারী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মূলত দরিদ্র রোগীদের সেবা করার কথা চিন্তা করে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে একটি নার্সিং সেন্টার, একটি ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে।